Wednesday, 7 January 2026

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

 

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পাকিস্তানে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তানের জ্যোতির্বিদ্যা গবেষণা কাউন্সিল। কাউন্সিল জানিয়েছে, পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ২১ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপন হতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এসেছে, ‘রুয়েট-ই-হিলাল গবেষণা কাউন্সিলের মহাসচিব মুফতি খালিদ ইজাজ বলেন, পাকিস্তানে আগামী ১৮ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, চাঁদের জন্ম এবং দৃশ্যমানতার হিসাব অনুসারে, জ্যোতির্বিদ্যার গণনা থেকে এই অনুমান করা হয়েছে। তিনি বলেন, সে হিসাবে রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি পড়ার সম্ভাবনা রয়েছে।’

এ সময় মুফতি ইজাজ জোর দিয়ে বলেন, পূর্বাভাসকে চূড়ান্ত হিসেবে গণ্য করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েট-ই-হিলাল কমিটিই চাঁদ দেখার সাক্ষ্যের পর ইসলামি মাস শুরুর ঘোষণা দেওয়ার ক্ষমতা রাখে।

ঈদুল ফিতর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ২০ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ২১ মার্চ ঈদুল ফিতর হবে।

No comments:

Post a Comment

"A state of terror and fear": Eyewitness shares her recount of fatal Minneapolis ICE shooting 37-year-old Renee Nicole Good was identified as the woman killed Wednesday.

When lifelong Minnesota resident Betsy went outside for a walk on Wednesday morning, she said she never expected to witness a federal agent ...