Thursday, 1 January 2026

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত ৪০

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন। সুইস পুলিশের বরাত দিয়ে একথা জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মধ্যরাতে নববর্ষের প্রাক্কালে স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানায় এ বিস্ফোরণে ঘটে। খবর বিবিসির।

বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণ হয়। এ সময় বারটিতে নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান চলছিল। বারটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই জড়ো হয়েছিলেন সেখানে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত বলে বিবেচনা করা হচ্ছে না। তবে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল বাহিনী ও জরুরি চিকিৎসা দল। উদ্ধার অভিযানে সহায়তা করে বেশ কয়েকটি হেলিকপ্টার। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ।

পুলিশ জানিয়েছে, এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজে সুবিধার জন্য ক্রানস মোন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

No comments:

Post a Comment

ভারত-পাকিস্তান সংঘাতে এবার চীনের মধ্যস্থতার দাবি, প্রত্যাখ্যান ভারতের

  ভারত-পাকিস্তান সংঘাতে এবার চীনের মধ্যস্থতার দাবি, প্রত্যাখ্যান ভারতের মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পর এবার চীনও দাবি করেছে, অপারেশ...