Thursday, 22 January 2026

সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী


সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে চুড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতাকারি ২০ প্রার্থীর মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার তার সম্মেলন কক্ষে সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সমার্থকদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ করেন।


এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রিটানিং কর্মকর্তা আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন। আচরণ বিধিতে ব্যাপ্তয় ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে এমন সতর্কও করেন তিনি। এসময় পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলার বিজিবি প্রধান, আনসার কমান্ডান্টসহ অন্যরাও নির্বাচন সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন।


সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির ৪ জন প্রার্থী ধানের শীষ, জামায়াতে ইসলামীর ৪ জন প্রার্থী দাড়িপাল্লা, জাতীয় পাটির ৪ জন প্রার্থী লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৪ জন প্রার্থী হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব, বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থীর মটরগাড়ি, সতন্ত্র প্রার্থীর ফুটবল ও বাংলাদেশ মাইনরিটি জনতা পাটির প্রার্থী রকেট প্রতীক পেয়েছেন।


প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাড়িপাল্লা), ইসলামি আন্দোলনের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) ও বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম (ডাব)।


সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, (দাড়িপাল্লা) জাতীয় পার্টির আশরাফুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী( মটরগাড়ি)ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা)।


সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম (ফুটবল) বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন (ধানের শীষ), জামায়াতের হাফেজ রবিউল বাশার (দাড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) ও বিএমজেপির রুবেল হোসেন (রকেট)।


সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতের জিএম নজরুল ইসলাম (দাড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা) ও জাতীয় পার্টির আব্দুর রশিদ (লাঙ্গল)।


প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু যাচাই-বাছাইকালে রির্টানিং কর্মকর্তা ১৯টি বৈধ ও ১০টি বাতিল ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশনে আপীলে ৪জন বৈধ হন। মোট ২৩ প্রার্থীর মধ্যে ২০ জানুয়ারি (মঙ্গলবার) ৩জন প্রত্যাহার করায় ২০ জন প্রার্থী চুড়ান্ত বলে বিবেচিত হন। বুধবার দুপুর থেকে এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

No comments:

Post a Comment

২০ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি, চীনকেও ছাড়াল সৌদি আরব

  এই বছরের শুরু থেকে সৌদি আরব রেকর্ড ২০ বিলিয়ন ডলার মূল্যের বন্ড বিক্রি করেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। একই সাথে দেশটি ঋণ ইস্যুতে এখন চী...