Wednesday, 28 January 2026

নিশ্চুপ রাত, সক্রিয় চোরচক্র: সাতক্ষীরা সদরে একের পর এক বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী চুরি।

মোঃ মোস্তফা কামাল

২৮/০১/২০২৬ ই


সাতক্ষীরা সদরে সংঘবদ্ধ চক্রের তৎপরতা বাসা-বাড়ি ও অফিসের বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী চুরিতে আতঙ্ক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।




সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় সম্প্রতি একটি সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে এই চক্রটি বাসা-বাড়ি ও অফিসের মূল্যবান বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী—যেমন ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন, রাউটার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চুরি করে নিয়ে যাচ্ছে।


ভুক্তভোগীদের ভাষ্যমতে, রাতের আঁধার কিংবা দিনের ব্যস্ত সময়কে কাজে লাগিয়ে চোরচক্রটি খুব কৌশলে তাদের কার্যক্রম চালাচ্ছে। সদর উপজেলার শহরের বিভিন্ন পাড়া-মহল্লা, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে একাধিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।


অনেক ক্ষেত্রে চুরির পর সিসিটিভি ফুটেজ থাকলেও অপরাধীরা এখনও শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে। ব্যবসায়ী ও চাকরিজীবীরা বলছেন, প্রযুক্তি সামগ্রী চুরির ফলে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছেন।


স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে এই চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা সদর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি রাত্রীকালীন টহল জোরদার, সন্দেহভাজনদের উপর নজরদারি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি মনিটরিং কার্যকর করার দাবিও জানানো হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে সাতক্ষীরা সদরের সাধারণ মানুষের জান-মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

No comments:

Post a Comment

নিশ্চুপ রাত, সক্রিয় চোরচক্র: সাতক্ষীরা সদরে একের পর এক বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী চুরি।

মোঃ মোস্তফা কামাল ২৮/০১/২০২৬ ই সাতক্ষীরা সদরে সংঘবদ্ধ চক্রের তৎপরতা বাসা-বাড়ি ও অফিসের বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী চুরিতে আতঙ্ক, প্রশাস...