Saturday, 17 January 2026

তিন মাসে ১২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

 

তিন মাসে ১২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের


গত বছরের ১০ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলায় নিহত হয়েছে শত শত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসরাইল কমপক্ষে ১ হাজার ১৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

গত ১৪ জানুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির ৯৭ দিনের মধ্যে ৮২ দিনই গাজায় আক্রমণ করেছে ইসরাইল। অর্থাৎ, এই সময়ের মধ্যে মাত্র ১৫ দিনে কোনো সহিংস আক্রমণ, মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


অব্যাহত হামলা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, ‘যুদ্ধবিরতি’ এখনো বহাল রয়েছে।

এদিকে, গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় পুরোপুরি বাস্তবায়ন না হলেও দ্বিতীয় ধাপে প্রবেশ করছে যুদ্ধবিরতি আলোচনা। গাজা ‘শান্তি বোর্ডে’ যারা থাকছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম শুক্রবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজায় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম তত্ত্বাবধান করবে।

সাত সদস্যের ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে’ থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় ​​বাঙ্গা। ট্রাম্প নিজেই এই বোর্ডে সভাপতিত্ব করবেন। বোর্ডের মোট সদস্য হবেন ১৫ জন।

No comments:

Post a Comment

তিন মাসে ১২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

  গত বছরের ১০ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলায় ...