Saturday, 24 January 2026

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫

 

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে কুরেশি মোড় এলাকায় শান্তি কমিটির এক নেতার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ডেরা ইসমাইল খানের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহিবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণটি ঘটে। সে সময় অতিথিরা ঢোলের তালে নাচছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ ধসে পড়ে, ফলে উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে বেগ পেতে হয়।

ডিপিও বলেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ) এ জরুরি অবস্থা জারি করা হয়।

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২–এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ ও ১০ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটি অ্যাম্বুলেন্স, একটি ফায়ার ভেহিকল এবং একটি দুর্যোগ ব্যবস্থাপনা গাড়ি পাঠানো হয়।

নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদ রয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শকের কাছে তাৎক্ষণিক প্রতিবেদন তলব করেছেন। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন এবং বলেন, শহীদদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

No comments:

Post a Comment

ইসলামে ভোট ও ভোটারের দায়িত্ব

  গণতান্ত্রিক সমাজব্যবস্থায় ভোট শুধু ক্ষমতা হস্তান্তরের উপায় নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি একটি পবিত্র আমানত এবং সাক্ষ্যদান। একজন মুমিনের কা...