Tuesday, 27 January 2026

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩

 

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। সবশেষ হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ছয়জন।

সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা আনাদোলু জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে ও গাজা সিটির পূর্বে শুজাইয়া-তুফাহ এলাকায় ইসরাইলি বাহিনী পৃথক হামলায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী উত্তর গাজার জাবালিয়ায় জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) মালিকানাধীন একটি ভবনে হামলা চালায়। এতে দুই ফিলিস্তিনি আহত হয়।

এর আগে, পূর্ব গাজা সিটির তুফাহ মহল্লায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত বেসামরিক লোকদের তাঁবুতে গুলি চালায়, যার ফলে এই প্রাণহানি ঘটে।

এছাড়া মধ্য গাজা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় চারজন পথচারী আহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

গত অক্টোবরে যুদ্ধবিরতির পর ইসরাইল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ১ হাজার ৩২১ জন আহত হয়েছে।

No comments:

Post a Comment

নিশ্চুপ রাত, সক্রিয় চোরচক্র: সাতক্ষীরা সদরে একের পর এক বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী চুরি।

মোঃ মোস্তফা কামাল ২৮/০১/২০২৬ ই সাতক্ষীরা সদরে সংঘবদ্ধ চক্রের তৎপরতা বাসা-বাড়ি ও অফিসের বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী চুরিতে আতঙ্ক, প্রশাস...