Friday, 2 January 2026

ইরানে ব্যাপক বিক্ষোভ, নিহত বেড়ে ৬

 

ইরানে ব্যাপক বিক্ষোভ, নিহত বেড়ে ৬



জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এদিকে, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

ফার্স জানায়, রাজধানী তেহরানের প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভ চলাকালীন দুজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো বিক্ষোভকারী প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং ব্যাংকসহ শহরের প্রশাসনিক ভবনগুলোতে পাথর ছুড়তে শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ব্যবহার করে পুলিশ।

No comments:

Post a Comment

২০ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি, চীনকেও ছাড়াল সৌদি আরব

  এই বছরের শুরু থেকে সৌদি আরব রেকর্ড ২০ বিলিয়ন ডলার মূল্যের বন্ড বিক্রি করেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। একই সাথে দেশটি ঋণ ইস্যুতে এখন চী...