Sunday, 28 June 2015

ঘুম হারাম শহিদ-আলিয়ার !

ঘুম হারাম শহিদ-আলিয়ার !

 
143547089501বলিউড হায়দার শহীদ কাপুরের বিয়ে এখন বলিউডের প্রধান আলোচ্য বিষয়। সকলেই জানতে চাচ্ছেন কখন কোথায় তার বিয়ে হচ্ছে। কি কি আয়োজন থাকছে তার বিয়েতে? কারা কারাই বা থাকছেন সেখানে? মোটামোটি তাদের বিয়ে নিয়ে সকলের ভাবনার অন্ত নেই। আরে এটাতো হচ্ছে বাহির অবস্থা।
বিয়ের কথা ভাবলেই ঢের ঢের পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যায়! শহিদ কপূরেরও কি তা-ই হল?
আর, শহিদের বিয়ের খবর পেয়ে কেন রাতজাগা তারা হয়ে গেলেন আলিয়া ভট্ট?

আসলে, শহিদ কপূর আর আলিয়া ভট্ট হালফিলে মেতে রয়েছেন ‘শানদার’ প্রেমে। আলিয়া তো সেই ছোটবেলা থেকেই মন দিয়েছিলেন শহিদকে। নিজেই জানিয়েছেন মেয়ে, ১১ বছর বয়সেই ‘ইশক্ ভিশক্’ দেখে তিনি মজেছিলেন শহিদে!

তবে, সেটাই তাঁদের ঘুম উড়ে যাওয়ার কারণ নয়। জানা যাচ্ছে, ‘কুইন’-খ্যাত বিকাশ বহলের পরের ছবি ‘শানদার’-এ অভিনয় করবেন দু’জনে। সেখানে না কি তাঁদের চরিত্রটা ইনসমনিয়াকের। রাতের পর রাত জেগে থাকতে থাকতে দু’জনে যখন ক্লান্ত, তখন এক বিয়েবাড়িতে দেখা হয়ে যায় তাদের! তার পর কি তাদের চোখে ঘুম আর মনে প্রেম আসে?
সেটা জানা যাবে ছবি মুক্তি পেলে! আপাতত জানা যাচ্ছে, ২০১৪-র সিদ্ধার্থ মলহোত্র-পরিণীতি চোপড়া অভিনীত ‘হাসি তো ফাসি’-র পর কর্ণ জোহর-অনুরাগ কাশ্যপের প্রযোজক জুটিকে আবার পাওয়া যাচ্ছে ‘শানদার’-এ। শহিদ-আলিয়ার সঙ্গে এই রোমান্টিক ছবিতে দেখা যাবে পঙ্কজ কপূরকেও।

No comments:

Post a Comment

ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির

  ফাইল ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা...