Friday, 26 June 2015

কলেজে ভর্তির তালিকা রাতে পাওয়া যাবে



একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, এ তালিকা আজ শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে এই তালিকা প্রকাশের কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক আজ সকালে প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে গতকাল তালিকা প্রকাশ করা যায়নি। আজ রাতে প্রকাশ করা হবে। তিনি বলেন, মনোনীত শিক্ষার্থীদের তালিকা www. xiclassadmission. gov. bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি কলেজভিত্তিক প্রথম মেধাতালিকা।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ জুলাই।
৬ থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করে শিক্ষার্থীরা। এবার ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

No comments:

Post a Comment

ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির

  ফাইল ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা...