Monday, 29 June 2015

কৌতুকশিল্পী পাপ্পুর ইন্তেকাল

কৌতুকশিল্পী পাপ্পুর ইন্তেকাল



জনপ্রিয় কৌতুকশিল্পী পাপ্পু আর নেই। আজ সোমবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে লালবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ও শুভেচ্ছায় কৌতুক পরিবেশন করে বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। এর বাইরে মোল্লা সল্টসহ কয়েকটি বিজ্ঞাপনেও 
কাজ করেছেন তিনি। মঞ্চ ও চলচ্চিত্রেও নিয়মিত কৌতুক 
পরিবেশন করতেন পাপ্পু।
 

No comments:

Post a Comment

To shield Netanyahu, Israel leaking false claim Qatar sabotaged talks

   To Shield Netanyahu, Israel Leaking False Claim Qatar Sabotaged Talks   L: Qatar's Prime Minister and Foreign Minister Sheikh Mohamm...