icon
Leave a message

Friday, 26 June 2015

কম্পিউটার প্রতিদিন ছবি দেখেই চিনবে ফেসবুক

     
ছবির মান যেমনই হোক ফেসবুক ​িচনে নেবে আপনাকে বা আপনার বন্ধুকে 


ছবি পুরোপুরি পরিষ্কার না হলেও যাতে বন্ধুদের সহজে চেনা যায় সে প্রযুক্তি নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। এরই অংশ হিসেবে ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ নতুনভাবে আপলোড করা ছবি থেকে বেশ কিছু তথ্য এবং বন্ধুদের ট্যাগ করার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে আপলোড করার সঙ্গে সঙ্গে তালিকায় থাকা স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের ট্যাগও হয়ে যাচ্ছে।
ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন এমন একটি দল দীর্ঘদিন ধরেই ছবি পুরোপুরি পরিষ্কার না হলেও যাতে ফেসবুক বন্ধুদের সহজে খুঁজে নিতে পারে সে বিষয়ে কাজ করছে। চলছে নানান গবেষণাও। নতুন এ গবেষণার ক্ষেত্রে যে অ্যালার্ম ব্যবহার করা হচ্ছে সেটি প্রায় মানুষের শরীরের ১০০টি ভিন্ন ভিন্ন অংশ নিয়ে কাজ করতে সক্ষম। এটা অনেকটা মুখমণ্ডল দেখে চিনতে পারার পাশাপাশি পুরো শরীরের বিভিন্ন অংশ দেখেও যাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি বন্ধুদের চিনে নিতে পারে, সে বিষয়ে কাজ করছেন ফেসবুকের গবেষকেরা।
মূল বিষয়টি এমনভাবে তৈরি হচ্ছে, যাতে একই ব্যক্তি একাধিক ছবি দিলে এবং সেসব ছবিতে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকলেও এ পদ্ধতিতে সহজেই তাকে চিহ্নিত করা যাবে। গবেষণা চললেও খুব শিগগির পুরো বিষয়টি ফেসবুকে ব্যবহারকারীদের জন্য এখনই উন্মুক্ত হচ্ছে না। গবেষক দল ইতিমধ্যে ছবি শেয়ার করার জনপ্রিয় সেবা ফ্লিকারের কমন্স লাইসেন্সে থাকা প্রায় ৩৭ হাজার ছবি নিয়ে গবেষণা করেছে। এ ছবিগুলো পরীক্ষা শেষে এ প্রযুক্তি ৫৮১ জন ভিন্ন মানুষের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি খোঁজার ক্ষেত্রে প্রায় ৮৩ শতাংশ সফলতা পেয়েছে বলে দাবি করেছে। চলতি মাসেই বিষয়টি কম্পিউটার ভিশন ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।
বিবিসি অবলম্বনে কাজী আলম

No comments:

Post a Comment

To shield Netanyahu, Israel leaking false claim Qatar sabotaged talks

   To Shield Netanyahu, Israel Leaking False Claim Qatar Sabotaged Talks   L: Qatar's Prime Minister and Foreign Minister Sheikh Mohamm...