Sunday, 28 June 2015

লাইফ সাপোর্টে নায়করাজ রাজ্জাক


লাইফ সাপোর্টে নায়করাজ রাজ্জাক



 গেল শতাব্দীর ষাট থেকে আশির দশকে বাংলা সিনেমায় প্রাণ যুগিয়ে চলা নায়ক রাজ্জাক এখন হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর রোববার রাত ১০টার দিক থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
নায়করাজ বলে পরিচিত রাজ্জাক গতকাল শনিবার ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হলেও বিষয়টি জানা যায় আজ রোববার।  রাজ্জাক এখন আইসিইউয়ের ছয় নম্বর বেডে আছেন।
রাজ্জাকের পরিবারের সদস্যরা তার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তারা জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়ার পর শনিবার রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন।
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা ও উচ্চ রক্তচাপে ভুগছেন ঋদ্ধ এই অভিনয়শিল্পী।
নায়ক হিসেবে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজ্জাক। এ ছবিতে তার বিপরীতে ছিলেন সুচন্দা। নায়করাজ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয়ের জন্য। মোট চারবার তিনি জাতীয় সম্মাননা পেয়েছেন। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। নায়করাজ শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও সফল। সর্বশেষ তিনি ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রের বাইরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন নায়করাজ রাজ্জাক।

No comments:

Post a Comment

U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China

  U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China Meng Wanzhou, a senior executive of Huawei Technologies,  ou...