Wednesday, 29 July 2015

স্মরণে মিসাইল ম্যান (১৯৩১-২০১৫)

স্মরণে মিসাইল ম্যান (১৯৩১-২০১৫)


2


১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র মত্স্যজীবী পরিবারে জন্ম আবুল পকির জয়নুল আবদিন আবদুল কালামের। দেশের একাদশতম রাষ্ট্রপতি। তিনিই দেশের একমাত্র বৈজ্ঞানিক যিনি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন। সোমবার ২৭ জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে যোগ দিতে শিলংয়ে এসেছিলেন কালাম।  ওই দিন সন্ধা সাড়ে ছ’টা নাগাদ বক্তৃতা দিতে দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৭টার সময় মারা যান প্রাক্তন রাষ্ট্রপতি কালাম। এই গ্যালারিতে ধরা রইল ‘সর্বসাধারণের রাষ্ট্রপতি’-র বিভিন্ন মুহূর্ত।

No comments:

Post a Comment

U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China

  U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China Meng Wanzhou, a senior executive of Huawei Technologies,  ou...