icon
Leave a message

Friday, 7 August 2015

এবার গোড়ানে ব্লগারকে কুপিয়ে হত্যা

এবার গোড়ানে ব্লগারকে কুপিয়ে হত্যা


এবার গোড়ানে ব্লগারকে কুপিয়ে হত্যা 
 
 রাজধানীর গোড়ানে এবার নিলয় চৌধুরী (৪০) নামের এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মূলত নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাসার পাঁচ তলায় এ ঘটনা ঘটে। নিলয় চৌধুরী স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন। ওই বাড়িটি টেনু পাগলার বলে স্থানীয়রা জানায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ জানান, জুমার নামাজের পরপর কয়েজন ওই বাসায় ঢুকে নিলয়কে খুন করে চলে যায়। স্থানীয়রা জানিয়েছে নিহত নিলয় একজন ব্লগার। তিনি একটি এনজিওতে চাকরি করতেন।

সেই সঙ্গে গণজাগরণমঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন বলেও জানান ওসি।

No comments:

Post a Comment

To shield Netanyahu, Israel leaking false claim Qatar sabotaged talks

   To Shield Netanyahu, Israel Leaking False Claim Qatar Sabotaged Talks   L: Qatar's Prime Minister and Foreign Minister Sheikh Mohamm...