Monday, 3 August 2015

হাড়দ্দাহা ইছামতি নদীর বেড়িবাধে ফাটল

হাড়দ্দাহা ইছামতি নদীর বেড়িবাধে ফাটল


আসাদুল হক: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী ইছামতি নদীর বেড়ি বাধে ফাটল দেখা দিয়েছে। এতে যেকোন মুহূর্তে বেড়িবাধ ভেঙে প্লাবিত হতে পারে হাড়দ্দাহাসহ নিম্ন অঞ্চল। ক্ষতি হতে পারে কোটিকোটি টাকার মৎস্য, কৃষি, বাড়ি-ঘরসহ কলকারখানা। সরোজমিনে ঘুরে দেখা যায়, রোববার দুপুর দুইটার দিকে স্থানীয় মোহরের বাড়ির পাশে বেড়িবাধে ফাটল দেখা দেয়। বেড়িবাধের তলদেশ মাঝখান ও উপরের অংশ দিয়ে ছিদ্র হয়ে নদীর পানি ভিতরে প্রবেশ করছে। এতে এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাধের কানায় কানায় পূর্ণ হয়েছে। হাড়দ্দাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সেলিম জানান, তিনি স্কুল হতে চিললা চিল্লির আওয়াজ শুনে ঘটনাস্থলে আসেন। অবস্থা খারাপ দেখে তিনি নিজেই সদর উপজেলা নির্বাহি অফিসার ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহতি করেন। এলাকাবাসির দাবি ব্যবস্থা গ্রহণের।

No comments:

Post a Comment

U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China

  U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China Meng Wanzhou, a senior executive of Huawei Technologies,  ou...