Monday, 29 February 2016
Academy Awards 2016: Highlights and Analysis
Melena Ryzik
Every journalist watching this is at least a little bit gladdened that “Spotlight” took home best pic.
Wesley Morris
To start with, I’m
happy for this movie — and not because I worked at The Boston Globe for
almost a dozen years. Every single thing about the movie is sneaky-good,
except Mark Ruffalo’s meltdown, which is sneaky-bad. I like a movie
that makes me mad but is so well-acted that what every actor does feels
like something beyond acting. Sidney Lumet’s movies did that, too. This
was the most important movie of the bunch — and it’s hard to give an
Oscar to two savages stab-fighting in the snow, when there’s
international crime being reported.
Melena Ryzik
The academy did well
enough by its mission to present the best side of Hollywood to the rest
of the world, at least with the available nominees. And the telecast
producers took care of the rest by ending the show with Public Enemy’s
“Fight the Power” — and ignoring, on the same album, “Burn Hollywood
Burn.”
Wesley Morris
And with that, we’re
off to our respective pillows. Thanks for reading, everybody. We’ll see
you next year, when #OscarsSoSomethingElse.
Anatomy of a Scene | ‘Spotlight’
Produced by By MEKADO MURPHY
Tom McCarthy narrates a sequence from “Spotlight.”
Leonardo DiCaprio won
the Oscar for best actor for his work in “The Revenant.” This is his
sixth Oscar nomination, but first win. Read our review of “The Revenant.”
Wesley Morris
Finally, Melena, our long national nightmare is over! Leonardo DiCaprio can appear in “Fast 8 Furious.”
Melena Ryzik
As one of the cars.
Wesley Morris
Electric, of course!
Melena Ryzik
I await the first
backstage pic of Leo and Vice President Biden. He gave an almost
politically polished speech, but he delivered it with the right note of
authenticity.
Wesley Morris
True. And as on-brand
as Jenny Beavan’s outfit. The “it’s his time” conversation really drove
me nuts. He was great in a headache-inducing movie. Grunting, impaling
and all. “Wolf of Wall Street” will be the one that got away, far as I’m
concerned.
Best Actress: Brie Larson for ‘Room’
Brie Larson won the Oscar for best actress for her work in “Room.” This is her first Oscar nomination. Read our review of “Room.”
Melena Ryzik
As expected, Brie
Larson wins. I like her composure. This is the confidence on stage that
comes from surviving being a child actor. And a would-be teen singing
star.
Wesley Morris
During a commercial
break, it looked like she was tearfully hugging the survivors from Lady
Gaga’s performance. Her likability might soon surpass the Jennifer
Lawrence zone.
Melena Ryzik
I’m seeing on Twitter
some people who wanted more emotion from her speech but come on, at this
point in the night, all my points go to brisk.
Wesley Morris
I must say, though, I
feel bad for Charlotte Rampling. She gave my favorite of those five
performances. I don’t like fearlessness as an attribute of actors, but
sometimes it’s apt. And the way Ms. Rampling has been embracing the
iciness and hauteur of the women she plays — for decades — is a rare,
confident strength. She knows the camera will find what she’s doing. The
way she says “still” in “45 Years” is worth two paragraphs of pain. Of
course, what makes her a very good actress also, this year, made her a
regrettable spokesperson regarding the pain of others. Crazy to say her
ungenerous comments on non-white actors hurt her chances to be where Ms.
Larson is standing. But the risk of practicing froideur is that it can
leave you in the cold.
Backstage: The ‘Amy’ Filmmakers
The
director and writer of “Amy,” which just won best documentary feature,
were asked how they felt about Amy Winehouse’s father taking sharp aim
at their film.
“At the end of the
day, the film is about Amy, and she became a bit of a punching bag, a
bit of a bad gag in the press at the end,” said James Gay-Rees, the
film’s producer. “Our job wasn’t to blame anybody, our job was to tell
people how great Amy Winehouse was. And that should be enough.”
The director, Asif
Kapadia, said he hoped that the film would give people pause before they
attacked troubled celebrities, the way the press, and the public, went
after Ms. Winehouse. He said he hoped that next time, someone would stop
and think before sending “the horrible nasty tweet.”
Asked about diversity, Mr. Kapadia said the problem wasn’t limited to Hollywood.
“How many brown people
in this room?” he asked the hundreds of largely white reporters
assembled. “A few people here, a few people there. I think that’s the
question for everyone.”
Best Director: Alejandro G. Iñárritu for ‘The Revenant’
Alejandro G. Iñárritu won the Oscar for best director for “The Revenant.” This is his his second best-director win in a row. Read our review of “The Revenant.”
Wesley Morris
Well there’s no shock
there. Alejandro G. Iñárritu does it again. He’s the new Spielberg. Or
something. I mean, he’s now powerful enough to stop the band from
playing him off with “Flight of the Valkyries.” Apocalypse later,
apparently.
Melena Ryzik
And he did it with a
speech about ending racism, which was well-intentioned if not entirely
emotionally fulfilling. (Which is also how I felt about “The Revenant.”)
Anatomy of a Scene | ‘The Revenant’
Produced by By MEKADO MURPHY
Alejandro G. Inarritu narrates a scene from “The Revenant,” featuring Leonardo DiCaprio.
The Ennio Morricone Sound
The
composer Ennio Morricone, who won an Oscar tonight for the “Hateful
Eight” score, has been nominated plenty of times, for his work for “The
Mission,” “The Untouchables” and several other films. He even won an
honorary Academy Award in 2006. But he may be best known for his
spaghetti western compositions, especially the music for “The Good, the
Bad and the Ugly.” Wah wah waaah.
Vice President Joe Biden Takes the Stage, Lady Gaga Performs
Vice President Biden took to the stage to introduce Lady Gaga, and the crowd went wild.
“I’m trying to find the teleprompter,” Mr. Biden as members of the audience got to their feet.
He waved them away: “I’m the least qualified man here tonight.”
Mr. Biden introduced
Lady Gaga, who was performing the song “Til It Happens to You,” which is
about sexual assault. He addressed the crowd and asked viewers to take a
pledge: “I will intervene in situations when consent has not or cannot be given.
Let’s change the culture,” he added.
Melena Ryzik
Vice President Biden
helped write the original Violence Against Women Act. And the people who
stood surrounding Lady Gaga are apparently real-life survivors of
sexual assault. Who would’ve predicted, a few months ago, that the most
political, socially powerful moments of Oscar night would belong to Vice
President Joe Biden and his “good friend” Lady Gaga?
Wesley Morris
I know. He just gives a
rousingly Bidenesque speech in support of justice for sexual assault
survivors then throws it to Lady Gaga who gives a rousingly Gagaesque
performance of “Til It Happens to You.” It’s been some month for her as a
paragon of emotionalism. At the end, she clutches hands with the
survivors who surround her big white, Elton John machine and the room
stands and applauds. Another bowl of tears from me.
Melena Ryzik
Even though she didn’t win, she can take some solace in the fact that she had one of the show’s few indelible moments.
Wesley Morris
No, she didn’t! That
perfectly flavorless, embarrassingly deployed Sam Smith song did. And
while he was at it, he tried to take credit for being the first openly
gay winner. Nice try! But he did dedicate it to the L.G.B.T. community.
Which was pretty Gaga of him.
The Oscar for original song goes to “Writing’s On The Wall” from “Spectre,” by Jimmy Napes and Sam Smith.
Pete
Docter, who won the Oscar for best-animated feature, for “Inside Out,”
which he wrote and directed, said the most rewarding feedback has come
from teachers and parents, especially those who had special-needs kids.
“We’ve heard from a
lot of folks who have said this has given them a vocabulary to speak
about emotions for the first time,” Mr. Docter said. “We’re so thankful
that we’re able to contribute in that way.”
And Jonas Rivera, who
produced the film, said his favorite moment in the awards campaign was
meeting the guys from “Straight Outta Compton,” especially Ice Cube.
“I introduced myself
to him as the producer of ‘Inside Out,’ not knowing what I’d get,’” Mr.
Rivera said. “And he said, “Oh man, that movie was dope.’ And that was a
pretty good moment for me.”
The Oscar for original score goes to “The Hateful Eight.”
When the stage great
and “Bridge of Spies” spy Mark Rylance won the Oscar for best supporting
actor, an audible gasp went up from the Dolby Theater. Backstage, he
was asked how he felt about having “outpunched Rocky.”
“The thing about
competing as actors, and I know it’s necessary to make a show out of it,
but all of those actors are so good,” Mr. Rylance said. “I feel I’m
more a spokesman when I win than somebody better than all the nominees. I
don’t take it too seriously.”
Not only were his
fellow nominees so good, he said, but others who had not been nominated,
too; among them, he said, Idris Elba (“Beasts of No Nation”) and Paul
Dano (“Love & Mercy”).
On the subject of
diversity, Mr. Rylance said, he thought Chris Rock had made a positive
impact on the conversation. “Recent revelations have shown us just how
dominated this storytelling form of our culture are by men,” he said. “I
hope that this awareness that’s been raised very humorously by Chris
tonight, and angrily by other people, justifiably so, continues on. I
hope that this will do a little bit more to tell the story and diversify
the stories that we listen to and watch.”
The Oscar for foreign language film goes to “Son of Saul.” Read our review.
Anatomy of a Scene | ‘Son of Saul’
Produced by By MEKADO MURPHY
Laszlo Nemes narrates a sequence from “Son of Saul.”
In ‘Son of Saul,’ Laszlo Nemes Expands the Language of Holocaust Films
By RACHEL DONADIO
Mr. Nemes, the movie’s director, says
that in telling his death-camp story, he rejected the conventional
method of finding an uplifting tale amid the horror.
It looks like Chris
Rock’s effort to turn the Oscars into a giant platform for the bulk sale
of junior mints has paid off: On behalf of his two daughters, he sent a
Girl Scout troop through the aisles, and shook down Tina Fey, Charlize
Theron and others for some cash pledges. Mindy Kaling was one of the
celebrities who indulged.
Last year, the troop
made $600 and finished second in its Girl Scout cookie sales
competition, Mr. Rock said. This year, the group apparently did a little
better: Mr. Rock revealed that $65,243 worth of cookies were sold.
Anna M. Chávez, the chief executive of Girl Scouts of the USA, seemed pleased.
টি-টোয়েন্টিতেও নতুন যুগের সূচনা
‘ছোট’ ক্রিকেটে লঙ্কার বিপক্ষে প্রথম জয়
টি-টোয়েন্টিতেও নতুন যুগের সূচনা
হাত
থেকে বলটা যখন ছিটকে বেরিয়ে গেল, সেকেন্ডের ভগ্নাংশের জন্য কি হৃৎস্পন্দন
থেমে গিয়েছিল সাকিবের? দ্বিতীয় চেষ্টায় বলটিকে ক্যাচ বানানোর আগে নিমেষের
জন্য কি মনে হয়েছিল, ‘থামিল কালের চিরচঞ্চল গতি’!
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলার পর চারপাশ থেকে সমালোচনার তির এসে বিঁধেছে গায়ে। সেই ক্যাচ ফেলার তাৎপর্য বুঝতে সময় লেগেছিল। এটির ক্ষেত্রে সেই সমস্যা ছিল না। তখনই বলে দেওয়া যেত, ক্যাচ নয়, ম্যাচটিই হাত থেকে ফেলে দিলেন সাকিব।
বাংলাদেশ আর জয়ের মাঝখানে দাঁড়িয়ে তখন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই ম্যাথুসের ক্যাচ। যেটির আগ পর্যন্ত ম্যাচের সমীকরণ—বল বাকি ১৮টি, শ্রীলঙ্কার চাই ৪৬ রান। সাকিবের হাত থেকে ক্যাচ, থুড়ি ম্যাচটা ছিটকে বেরিয়ে যাচ্ছিল। পড়িমরি করে তা ধরে ফেললেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের গল্পটাও আসলে লেখা হয়ে গেল তখনই।
আল আমিন যখন শেষ ওভারটি করতে এলেন, সেটি শুধুই আনুষ্ঠানিকতা। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাস এমন নিরুদ্বিগ্ন শেষ ওভার আর কখনো দেখেনি। কাগজে-কলমে তখনো শ্রীলঙ্কা ম্যাচে আছে। তবে ৬ বলে ৩২ রান শুধু গাণিতিকভাবেই সম্ভব, মাঠের খেলায় নয়। সেই ওভারে একটা ছক্কা খেলেন আল আমিন, তাতে কি আসে যায়! ওই ছক্কা নয়, তিনি বরং মনে রাখবেন বোনাস হিসেবে পেয়ে যাওয়া দুটি উইকেট।
বাংলাদেশ যেমন এই ম্যাচটা মনে রাখবে টি-টোয়েন্টির নতুন যুগের সূচনা হিসেবে। ওয়ানডেতে প্রবল শক্তি হিসেবে আবির্ভূত হয়েও টি-টোয়েন্টিতে নেহাতই হরিজন মাশরাফির দলে এখন ছড়িয়ে যাবে এই বিশ্বাস, ‘ছোট ক্রিকেটেও এখন আর আমরা ছোট দল নই।’
মেলবোর্নে বিশ্বকাপের ম্যাচের প্রায় এক বছর পর আবার দেখা দুদলের। এই শ্রীলঙ্কা একটু অচেনাই। শ্রীলঙ্কা মানেই তো ক্যান্ডির এক বাঁহাতির অত্যাচার। সঙ্গে এক ডানহাতির ব্যাটে রেশমি পরশ। সেই সাঙ্গাকারা ও জয়াবর্ধনে এখন ক্রিকেট-অতীতের অ্যালবামে স্থির ছবি। হাঁটুর চোট এই ম্যাচে দর্শক বানিয়ে রাখল লাসিথ মালিঙ্গাকেও।
শ্রীলঙ্কাকে হারানোর এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে তা বড় দুঃখের ব্যাপার হতো। ম্যাচের শুরুটা অবশ্য সেই দুঃখগাথার সূচনা বলেই মনে হচ্ছিল। প্রায় ৩৮ মাস পর শ্রীলঙ্কার পক্ষে টি-টোয়েন্টিতে ম্যাথুসের টস করতে নামা। সেটিরই উদ্যাপন প্রথম ওভারেই উইকেট নিয়ে। অধিনায়কত্বের সঙ্গে অবশ্য এটা মেলানো ঠিক হলো না। একসময় ওয়ানডেতে যেমন ছিলেন চামিন্ডা ভাস, টি-টোয়েন্টিতে তেমনি ম্যাথুস। প্রথম ওভারেই উইকেট নেওয়াটা যিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন। কাল দশমবারের মতো শুরুতেই উইকেট। যেখানে প্রতিদ্বন্দ্বী তাঁর নিজের দলেই। কাল নতুন বলে তাঁর সঙ্গী নুয়ান কুলাসেকারা। তাঁরও প্রথম ওভারেই উইকেট। ক্যারিয়ারে নবমবারের মতো।
ম্যাচের বয়স দেড় ওভার, স্কোরবোর্ডে ২/২। দুই ওপেনারই শূন্য রানে আউট। ৩ ওভার শেষে স্কোর ২ উইকেটে ৬। সাব্বির সিদ্ধান্ত নিলেন, এবার কিছু একটা না করলে শ্রীলঙ্কানরা আরও ঘাড়ে চেপে বসবে। কুলাসেকারার ওভারের প্রথম চারটি বল ছুটে গেল মাঠের চার কোণে, দ্বিতীয়টি হাওয়ায় ভেসে। যে ৬৫ মিনিট উইকেটে ছিলেন, মুগ্ধতা ছড়ানো সব শটে ছড়িয়ে দিলেন বার্তাটা—এটি বোধ হয় বাংলাদেশেরই রাত!
৬ ওভারের পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ৪১, এর ৩৫-ই সাব্বিরের ব্যাট থেকে। ২০ ওভার শেষেও বাংলাদেশের ইনিংস একই রকম সাব্বিরময়। ৫৪ বলে তাঁর ৮০ রান। অতিরিক্ত ধরেও দলের বাকি সাত ব্যাটসম্যানের যেখানে ৬৬ বলে ৬৭।
ছেলেমানুষি ভুলে মুশফিকুরের রান আউটে বাংলাদেশ যখন ৩ উইকেটে ২৬, সাব্বির সঙ্গী পেলেন সাকিবকে। এই ‘সা-সা’ জুটিতেই নিকষ অন্ধকার থেকে উজ্জ্বল আলোতে উদ্ধার। আলো তখন গ্যালারিতেও।
গত কিছুদিন মিরপুরে দর্শকেরা এক নতুন খেলায় মেতেছেন। হঠাৎই সবার হাতে হাতে মোবাইলের বাতি জ্বলে উঠে যেন সহস্র তারায় সেজে ওঠে গ্যালারি। সাব্বিরের ব্যাটেও কাল এমনই তারার ঝিকিমিকি। ছক্কা মেরে ফিফটি, আউটও ছক্কা মারতে গিয়েই। চামিরার আগের বলেই ছক্কা মেরেছিলেন। ছক্কা মারার নেশায় পেয়ে না বসলে একটা অপূর্ণতা ঘুচিয়ে দিতে পারতেন সাব্বির। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই এখনো টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই। সাব্বির আউট হওয়ার সময় চার ওভার বাকি, এর অর্ধেকও থাকতে পারলে সাব্বিরকে সেঞ্চুরিবঞ্চিত করার সাধ্য ছিল না শ্রীলঙ্কার এই বোলিংয়ের।
বিরতির সময় টেলিভিশন সাক্ষাৎকারে সাকিব বললেন, রানটা ১৬০ হলে ভালো হতো। এই উইকেটে এটা ‘পার’ স্কোর। সেই ‘পার’ স্কোরকেই শ্রীলঙ্কার জন্য অগম্য এক বন্দর বানিয়ে ফেললেন বাংলাদেশের বোলাররা। সেটির নেতৃত্বেও সাকিব। প্রথম বলেই ফেরালেন শ্রীলঙ্কার এই দলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানকে। শেহান জয়াসুরিয়া যখন আরেক জয়াসুরিয়ার কথা একটু-আধটু মনে করিয়ে দিচ্ছেন, ফেরালেন তাঁকেও। উদ্যাপনের ভঙ্গিই বুঝিয়ে দিল, গত কিছুদিনের ‘অসাকিবীয়’ পারফরম্যান্সে ভেতরে ভেতরে কেমন ফুঁসছিলেন!
সাকিব পুরোভাগে থাকতে পারেন, তবে এই জয় সম্মিলিত বোলিং পারফরম্যান্সের। নতুন বলে দুর্দান্ত তাসকিন ও আল আমিন। ভারতের বিপক্ষে বিবর্ণ মুস্তাফিজ আবারও আবির্ভূত সেই রহস্যময় বোলার হয়ে। উইকেট ১টি, কিন্তু ৪ ওভারে রান দিলেন মাত্র ১৯।
তাসকিনের প্রথম ওভারেই স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌম্য। সেটি ভুলিয়ে দিলেন মিড অফ থেকে বাউন্ডারির দিকে দৌড়ে নেওয়া অসাধারণ এক ক্যাচে। ওই ক্যাচেই দিলশানের মৃত্যু।
পেছন ফিরে তাকিয়ে মনে হচ্ছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন যুগে প্রবেশও!
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলার পর চারপাশ থেকে সমালোচনার তির এসে বিঁধেছে গায়ে। সেই ক্যাচ ফেলার তাৎপর্য বুঝতে সময় লেগেছিল। এটির ক্ষেত্রে সেই সমস্যা ছিল না। তখনই বলে দেওয়া যেত, ক্যাচ নয়, ম্যাচটিই হাত থেকে ফেলে দিলেন সাকিব।
বাংলাদেশ আর জয়ের মাঝখানে দাঁড়িয়ে তখন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই ম্যাথুসের ক্যাচ। যেটির আগ পর্যন্ত ম্যাচের সমীকরণ—বল বাকি ১৮টি, শ্রীলঙ্কার চাই ৪৬ রান। সাকিবের হাত থেকে ক্যাচ, থুড়ি ম্যাচটা ছিটকে বেরিয়ে যাচ্ছিল। পড়িমরি করে তা ধরে ফেললেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের গল্পটাও আসলে লেখা হয়ে গেল তখনই।
আল আমিন যখন শেষ ওভারটি করতে এলেন, সেটি শুধুই আনুষ্ঠানিকতা। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাস এমন নিরুদ্বিগ্ন শেষ ওভার আর কখনো দেখেনি। কাগজে-কলমে তখনো শ্রীলঙ্কা ম্যাচে আছে। তবে ৬ বলে ৩২ রান শুধু গাণিতিকভাবেই সম্ভব, মাঠের খেলায় নয়। সেই ওভারে একটা ছক্কা খেলেন আল আমিন, তাতে কি আসে যায়! ওই ছক্কা নয়, তিনি বরং মনে রাখবেন বোনাস হিসেবে পেয়ে যাওয়া দুটি উইকেট।
বাংলাদেশ যেমন এই ম্যাচটা মনে রাখবে টি-টোয়েন্টির নতুন যুগের সূচনা হিসেবে। ওয়ানডেতে প্রবল শক্তি হিসেবে আবির্ভূত হয়েও টি-টোয়েন্টিতে নেহাতই হরিজন মাশরাফির দলে এখন ছড়িয়ে যাবে এই বিশ্বাস, ‘ছোট ক্রিকেটেও এখন আর আমরা ছোট দল নই।’
মেলবোর্নে বিশ্বকাপের ম্যাচের প্রায় এক বছর পর আবার দেখা দুদলের। এই শ্রীলঙ্কা একটু অচেনাই। শ্রীলঙ্কা মানেই তো ক্যান্ডির এক বাঁহাতির অত্যাচার। সঙ্গে এক ডানহাতির ব্যাটে রেশমি পরশ। সেই সাঙ্গাকারা ও জয়াবর্ধনে এখন ক্রিকেট-অতীতের অ্যালবামে স্থির ছবি। হাঁটুর চোট এই ম্যাচে দর্শক বানিয়ে রাখল লাসিথ মালিঙ্গাকেও।
শ্রীলঙ্কাকে হারানোর এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে তা বড় দুঃখের ব্যাপার হতো। ম্যাচের শুরুটা অবশ্য সেই দুঃখগাথার সূচনা বলেই মনে হচ্ছিল। প্রায় ৩৮ মাস পর শ্রীলঙ্কার পক্ষে টি-টোয়েন্টিতে ম্যাথুসের টস করতে নামা। সেটিরই উদ্যাপন প্রথম ওভারেই উইকেট নিয়ে। অধিনায়কত্বের সঙ্গে অবশ্য এটা মেলানো ঠিক হলো না। একসময় ওয়ানডেতে যেমন ছিলেন চামিন্ডা ভাস, টি-টোয়েন্টিতে তেমনি ম্যাথুস। প্রথম ওভারেই উইকেট নেওয়াটা যিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন। কাল দশমবারের মতো শুরুতেই উইকেট। যেখানে প্রতিদ্বন্দ্বী তাঁর নিজের দলেই। কাল নতুন বলে তাঁর সঙ্গী নুয়ান কুলাসেকারা। তাঁরও প্রথম ওভারেই উইকেট। ক্যারিয়ারে নবমবারের মতো।
ম্যাচের বয়স দেড় ওভার, স্কোরবোর্ডে ২/২। দুই ওপেনারই শূন্য রানে আউট। ৩ ওভার শেষে স্কোর ২ উইকেটে ৬। সাব্বির সিদ্ধান্ত নিলেন, এবার কিছু একটা না করলে শ্রীলঙ্কানরা আরও ঘাড়ে চেপে বসবে। কুলাসেকারার ওভারের প্রথম চারটি বল ছুটে গেল মাঠের চার কোণে, দ্বিতীয়টি হাওয়ায় ভেসে। যে ৬৫ মিনিট উইকেটে ছিলেন, মুগ্ধতা ছড়ানো সব শটে ছড়িয়ে দিলেন বার্তাটা—এটি বোধ হয় বাংলাদেশেরই রাত!
৬ ওভারের পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ৪১, এর ৩৫-ই সাব্বিরের ব্যাট থেকে। ২০ ওভার শেষেও বাংলাদেশের ইনিংস একই রকম সাব্বিরময়। ৫৪ বলে তাঁর ৮০ রান। অতিরিক্ত ধরেও দলের বাকি সাত ব্যাটসম্যানের যেখানে ৬৬ বলে ৬৭।
ছেলেমানুষি ভুলে মুশফিকুরের রান আউটে বাংলাদেশ যখন ৩ উইকেটে ২৬, সাব্বির সঙ্গী পেলেন সাকিবকে। এই ‘সা-সা’ জুটিতেই নিকষ অন্ধকার থেকে উজ্জ্বল আলোতে উদ্ধার। আলো তখন গ্যালারিতেও।
গত কিছুদিন মিরপুরে দর্শকেরা এক নতুন খেলায় মেতেছেন। হঠাৎই সবার হাতে হাতে মোবাইলের বাতি জ্বলে উঠে যেন সহস্র তারায় সেজে ওঠে গ্যালারি। সাব্বিরের ব্যাটেও কাল এমনই তারার ঝিকিমিকি। ছক্কা মেরে ফিফটি, আউটও ছক্কা মারতে গিয়েই। চামিরার আগের বলেই ছক্কা মেরেছিলেন। ছক্কা মারার নেশায় পেয়ে না বসলে একটা অপূর্ণতা ঘুচিয়ে দিতে পারতেন সাব্বির। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই এখনো টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই। সাব্বির আউট হওয়ার সময় চার ওভার বাকি, এর অর্ধেকও থাকতে পারলে সাব্বিরকে সেঞ্চুরিবঞ্চিত করার সাধ্য ছিল না শ্রীলঙ্কার এই বোলিংয়ের।
বিরতির সময় টেলিভিশন সাক্ষাৎকারে সাকিব বললেন, রানটা ১৬০ হলে ভালো হতো। এই উইকেটে এটা ‘পার’ স্কোর। সেই ‘পার’ স্কোরকেই শ্রীলঙ্কার জন্য অগম্য এক বন্দর বানিয়ে ফেললেন বাংলাদেশের বোলাররা। সেটির নেতৃত্বেও সাকিব। প্রথম বলেই ফেরালেন শ্রীলঙ্কার এই দলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানকে। শেহান জয়াসুরিয়া যখন আরেক জয়াসুরিয়ার কথা একটু-আধটু মনে করিয়ে দিচ্ছেন, ফেরালেন তাঁকেও। উদ্যাপনের ভঙ্গিই বুঝিয়ে দিল, গত কিছুদিনের ‘অসাকিবীয়’ পারফরম্যান্সে ভেতরে ভেতরে কেমন ফুঁসছিলেন!
সাকিব পুরোভাগে থাকতে পারেন, তবে এই জয় সম্মিলিত বোলিং পারফরম্যান্সের। নতুন বলে দুর্দান্ত তাসকিন ও আল আমিন। ভারতের বিপক্ষে বিবর্ণ মুস্তাফিজ আবারও আবির্ভূত সেই রহস্যময় বোলার হয়ে। উইকেট ১টি, কিন্তু ৪ ওভারে রান দিলেন মাত্র ১৯।
তাসকিনের প্রথম ওভারেই স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌম্য। সেটি ভুলিয়ে দিলেন মিড অফ থেকে বাউন্ডারির দিকে দৌড়ে নেওয়া অসাধারণ এক ক্যাচে। ওই ক্যাচেই দিলশানের মৃত্যু।
পেছন ফিরে তাকিয়ে মনে হচ্ছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন যুগে প্রবেশও!
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৭
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৮
ফল: বাংলাদেশ ২৩ রানে জয়ী
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৮
ফল: বাংলাদেশ ২৩ রানে জয়ী
Subscribe to:
Posts (Atom)
U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China
U.S. Agrees to Release Huawei Executive in Case That Strained Ties With China Meng Wanzhou, a senior executive of Huawei Technologies, ou...
-
F.B.I. Opened Inquiry Into Whether Trump Was Secretly Working on Behalf of Russia Following President Trump’s firing of James B. Com...
-
Gay marriage back on Australian agenda after US ruling – Christopher Pyne People hold balloon letters reading ‘Lov...
-
Tom Holland is new Spider-Man Actor Tom Holland. Teenage actor Tom Holland, best known for starring in ‘Bill...